ফেব্রুয়ারিতে আসছে নাগরিক ও বৈষম্যবিরোধী নতুন দল

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে আসছে নাগরিক ও বৈষম্যবিরোধী নতুন দল

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই দলের যাত্রা শুরু হবে।  


আখতার হোসেন জানান, ইতোমধ্যে ২০০ থানায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। জানুয়ারির মধ্যেই ৪০০ থানা কমিটি গঠনের কাজ শেষ হবে। এরপর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, অনেক নাম প্রস্তাবনা এসেছে, যা যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে।  


নতুন দলের আদর্শ সম্পর্কে আখতার হোসেন বলেন, এটি হবে মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল। এখানে কোনো ধর্মীয় উগ্রবাদ বা বৈষম্যের জায়গা থাকবে না। বাংলাদেশে ইসলাম বিদ্বেষ যেমন টলারেট করা হবে না, তেমনি হিন্দু বা মুসলিম উগ্রবাদের কোনো সুযোগও রাখা হবে না।  


তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। দিল্লির সাথে সম্পর্কের কারণে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু যারা এই চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।  


গণসংযোগের পাশাপাশি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আখতার হোসেন এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে উষ্ণ বস্ত্র বিতরণ করেন। এই মানবিক উদ্যোগকে তিনি নতুন দলের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে উল্লেখ করেন।  


নতুন রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, এই দলটি জনগণের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য কাজ করবে। দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যমূলক রাজনীতির অবসান ঘটিয়ে একটি সুষম, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এর প্রধান লক্ষ্য।  


আখতার হোসেন আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। জনগণই হবে এই দলের মূল ভিত্তি, আর দলটি তাদের মতামত ও প্রয়োজনে কাজ করবে।  


গণসংযোগকালে আখতার হোসেন দেশের তরুণ সমাজকে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানান। তিনি বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের মেধা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন দিগন্তে পৌঁছাবে।