আবারো পুলিশ একাডেমি থেকে বহিষ্কৃত হলেন ৫৮ জন এসআই

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
আবারো পুলিশ একাডেমি থেকে বহিষ্কৃত হলেন ৫৮ জন এসআই

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপপরিদর্শক (এসআই) শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি পেয়েছেন। এ নিয়ে মোট ৩১০ জন এসআইকে অব্যাহতি দেওয়া হলো। আজ এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।


তিনি জানান, এই অব্যাহতি রাজনৈতিক কারণে নয় বরং শৃঙ্খলা ভঙ্গের জন্যই নেওয়া হয়েছে। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন করে অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্যারেডের সময় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন।


গত ২২ অক্টোবর, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন, “রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।” এ অভিযোগে উল্লেখ করা হয়, তারা প্যারেডের সময় নাশতা গ্রহণ না করে হৈ চৈ করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং একাডেমি কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন।


অব্যাহতি দেওয়া এসআইদের মধ্যে যারা ৪০তম ক্যাডেট এসআই/২০২৩ ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছিলেন, তারা ২০২৩ সালের ৫ মে থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে অন্যতম হলো, প্যারেড চলাকালীন অযথা হৈ চৈ করে পরিবেশ অস্থিতিশীল করে তোলা এবং প্রশিক্ষণ মাঠ থেকে বেড়িয়ে যাওয়া।


পুলিশ একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। কর্তৃপক্ষ আশা করছে, এই সিদ্ধান্ত পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। 


এসআইদের এই ব্যাপক অব্যাহতির ঘটনাটি বাংলাদেশের পুলিশ বাহিনীর কার্যক্রমে একটি নতুন সংকেত প্রদান করেছে, যেখানে শৃঙ্খলা এবং পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে।