কালাইয়ে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৩:৩০ অপরাহ্ন
কালাইয়ে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলায় তালোড়া বাইগুণী গ্রামে আদালতের আদেশ লঙ্ঘন করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন জালাল উদ্দিন, পলাশ মিয়া, আনোয়ার হোসেন ও আবুল হোসেন। অভিযোগকারী মাহবুব আলম জানান, মৃত মজিবর রহমানের ছেলে হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অভিযোগিত জমি দখলে আছেন। 


জানা গেছে, এ জমির পরিমাণ ১.৭১ একর এবং এটি কালাই উপজেলার গড় বলানী নান্দাইল মৌজায় অবস্থিত। মাহবুব আলম স্থানীয় আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নং ১৫৫/২৩), যার প্রেক্ষিতে বিবাদীপক্ষ আদালতে মিস আপীল করেছেন (মামলা নং ০১/২০২৪)। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালত থেকে নির্দেশনা ছিল যে, ওই জমির ধরণ অপরিবর্তিত রাখার জন্য কোনো নির্মাণ কার্যক্রম বা অনাধিকার প্রবেশ না করার আদেশ জারি করা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে জমির ধান কেটে ঘর নির্মাণ করেছে। 


মাহবুব আলম বলেন, "আমি ১৯৯৬ সাল থেকে এই জমিতে আছি। আদালতে মামলার চলমান অবস্থায় অভিযুক্তরা জোরপূর্বক ঘর নির্মাণ করেছে এবং আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে।" অপরদিকে, অভিযুক্ত জালাল দাবি করেন, "এটি আমি বৈধভাবে ক্রয় করেছি এবং আওয়ামী লীগের প্রভাবে আমাকে বাধা দেওয়া হয়েছে।" 


কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, অভিযোগটি তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী উদ্বিগ্ন, কারণ আদালতের আদেশ অমান্য করে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে, যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।