'নির্বাচন না হওয়া পর্যন্ত অর্ন্তবর্তী সরকারের সাথে থাকবে বিএনপি'

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
'নির্বাচন না হওয়া পর্যন্ত অর্ন্তবর্তী সরকারের সাথে থাকবে বিএনপি'

বিএনপির আহ্বানে আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক জনসভা। রোববার বিকালে উপজেলা বিএনপির সভাপতি স.ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।


জনসভায় সৈয়দ ইফতেখার আলী বলেন, "আজকের সমাবেশে মানুষের ভিড়ে আমাদের আবেগ তীব্রভাবে অনুভব হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাবেশে আগত সবাইকে শুভেচ্ছা জানাই। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনে আমাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। দেশ সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।"


তিনি আরও বলেন, "আমরা অর্ন্তবর্তী সরকারের সাথে আছি, কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি তাদের সমর্থন করবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।"


এড. ইফতেখার আলী বলেন, "দেশের শ্রমিক অসন্তোষ বেড়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম চলছে। আমাদের সজাগ থাকতে হবে যারা বিএনপির দুঃসময়ে আঘাত করেছে। আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে একত্রিত হতে হবে এবং আমাদের নেতাকর্মীদের অন্যায় প্রতিরোধে কাজ করতে হবে।"


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা সবাই বিএনপির দিকনির্দেশনা ও ঐক্যের আহ্বান জানান।


সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন এবং যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলাম। জনসভায় দলীয় নেতাকর্মীরা এবং সমর্থকরা ব্যাপক অংশগ্রহণ করেন, যা বিএনপির শক্তি এবং ঐক্যের প্রমাণ হিসেবে দেখা হয়েছে।