ডাসারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ২৭শে অক্টোবর ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন
ডাসারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


আজ(২৭অক্টোবর) ডাসার উপজেলা যুবদলের উদ্যোগে চৌরাস্তা সংলগ্ন বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের ঔষধ সহ চিকিৎসা সেবা দেন ডাঃ মো: মারুফুর রহমান,নুরজাহান চামেলি। 


ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু সভাপতিত্বে ও বায়জিদ সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান,ডাসার উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর, সেলিম চৌধুরী, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,


গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলিম হাওলাদার,মিলন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ ফেরদৌস, রুবেল তালুকদার, অশ্রু তালুকদার, রুবেল মাতুব্বর,মোঃ মোফাজ্জল সরদার,  জুয়েল ফকির, মোঃ আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।