টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৩:৩৪ অপরাহ্ন
টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে দুইজন মিয়ানমার নাগরিকসহ এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের মংডু থানার নাগপুরা গ্রামের মোঃ রফিক মিয়া (৪২) ও মাঃ রুহুল আমিন (২৫)।


বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার (৪ নভেম্বর) ভোর রাতে হ্নীলা বিওপি’র পার্শ্ববর্তী শ্বসানঘাট এলাকায় একটি মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ভোর পৌনে তিনটার দিকে দুই ব্যক্তি নাফ নদীর সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে সন্দেহজনকভাবে ওই এলাকার দিকে আসতে থাকে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলেও বিজিবি তাদের আটক করতে সক্ষম হয় এবং হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।


অপর একটি অভিযানে উনচিপ্রাং বিওপি’র পার্শ্ববর্তী রমজানের ঘের নামক এলাকায় একই সময়ে টহল দল অবস্থান নেয়। ভোর সাড়ে তিনটার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি নাফ নদী পার হয়ে ওই এলাকার দিকে আসলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা ফেলে রেখে পালিয়ে যায়, পরে তল্লাশী চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাচালান ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি মাদক চোরাচালান রোধে প্রতিজ্ঞাবদ্ধ।