নিয়মবহির্ভূত পাওয়ার পাম্প দেওয়ার পায়তারা, এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: সোমবার ১লা আগস্ট ২০২২ ০৫:৪৯ অপরাহ্ন
নিয়মবহির্ভূত পাওয়ার পাম্প দেওয়ার পায়তারা, এলাকাবাসীর ক্ষোভ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের মাঠে ৫টি অগভীর সেচ পাম্পের মধ্যে নিয়মবহির্ভূত পাওয়ার পাম্প দেওয়ার পায়তারা শুরু হয়েছে। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দিয়েছে কয়েকজন অগভীর সেচ পাম্প মালিক ও স্থানীয় এলাকাবাসী। 


মোমিনপুর গ্রামের অগভীর সেচ পাম্প মালিক হাজী শামসুল হক, বজলুর রহমান, হাউস আলী, গোলাম উদ্দিন, জমির বিশ্বাস সহ স্থানীয় এলাকাবাসী নিয়মবহির্ভূত আর্থিক দেন-দরবারের মাধ্যমে অবৈধভাবে মোমিনপুর গ্রামের সুলতান আলীর পুত্র হারুন অর রশীদকে পাওয়ার পাম্প দেওয়ার পায়তারার অভিযোগ তুলেছেন। 


অভিযোগ তুলে অগভীর সেচ পাম্প মালিকেরা বলেন, 'মোমিনপুর মাঠে ৫টি অগভীর সেচ পাম্পের মধ্যে যদি পাওয়ার পাম্প স্কিমের অনুমোদন দেওয়া হয় তবে আমাদের অগভীর সেচ পাম্প গুলো অচল হয়ে যাবে।বিএডিসির উপসহকারী প্রকৌশলী আসিফ আহমেদ শ্যামলের ব্যবহৃত মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন,কোন অনিয়ম বরদাস করা হবেনা। বিধিঅনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।