সুনামগঞ্জে খাবার পানির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জুন ২০২২ ০৮:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জে খাবার পানির তীব্র সংকট

বন্যার পানি নামতে শুরু করলেও নানা সংকটে বিপর্যস্ত দুর্গত এলাকার মানুষ। খাবার ও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার আরও বেড়েছে। এর মধ্যেই সরবরাহ সংকটে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম।


পাঁচদিন পর সুনামগঞ্জে দেখা মিললো সোনালী রোদের। যা আশার আলো হয়ে এসেছে বানভাসী মানুষের কাছে।


অনেকের মতো আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরেছেন মোতালেব মিয়া। কিন্তু চোখের সামনেই ধ্বংসস্তুপ। সাজানো সংসারে থৈ থৈ করছে বানের পানি।


পানি নেমেছে অনেকটা, কিন্তু কাটেনি সংকট। বৈঠা হাতে সুপেয় পানির খোঁজে বেরিয়েছেন বাড়ির নারীরা আর খাবারের সন্ধানে শহরমুখী পুরুষ।


বিদ্ধস্ত, বিপর্যস্ত লোকালয়। যতদূর চোখ যায় কেবলই অথৈ জলরাশি।


বন্যার পানিতে সব হারিয়ে নিঃস্ব সুনামগঞ্জের হাওড় এলাকার বাসিন্দারা। এখনো ত্রাণ পৌঁছেনি অনেক এলাকায়।  


স্মরণকালের ভয়াবহ বন্যায় নিদারুণ সংকটে দেশের পূর্বাঞ্চলের মানুষ। মানবিক বিপর্যয় এড়াতে ত্রাণ তৎপরতা আরো বাড়ানোর কথা বলছেন সবাই।