
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১৫:২৮

কুরআন নাজিলের নেয়ামতে ভরপুর রমজান মাস। এ মাসের বিশেষ চারটি আমল রয়েছে। এ আমলগুলোর সঙ্গে কিছু জিকির ও দোয়া রয়েছে, যা পালনে বান্দা আল্লাহর সন্তুষ্টিসহ জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি।
