প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বড় ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। তল্লাশিকালে গাড়ির ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়।
এসময় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি ৫ হাজার ৪০০ টাকা নগদ টাকাও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে নারী ও পুরুষ—দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধার কেকতি বাড়ির মৃত আজ্জেবের ছেলে রাশেদ (৪০) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ের মিস্ত্রিপাড়া এলাকার রাশেদের স্ত্রী রেজিনা বেগম।
এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান তারই অংশ।
তিনি আরও জানান, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার, মানবপাচার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী কোস্ট গার্ডের এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক পাচার অনেকাংশে হ্রাস পাবে এবং এলাকার যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে।