প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১১:২৪
আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেবের ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করার লক্ষ্যে ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে ২৯ জুন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা অলিউর রহমান, মাওলানা মহবুবুর রহমান, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, মাওলানা মুহিউস-সুন্নাহ, আলহাজ্ব সেলিম রহমান, মতিউর রহমান শাহী ও অন্যান্যগণ অংশগ্রহণ করেন।
মাহফিলের কার্যক্রম আল্লামা দুবাগী ছাহেবের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হবে। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এতে খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, স্মৃতিচারণ এবং বিষয়ভিত্তিক বয়ানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। মাহফিলের সভাপতিত্ব করবেন আল্লামা দুবাগীর সুযোগ্য উত্তরসূরী হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।
মাহফিলে বিভিন্ন দেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী ছাহেবের ভক্ত এবং মুরিদানসহ মুসলমানরা মাহফিলে উপস্থিত হবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, আগত অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে এবং মাহফিলের সফলতার জন্য সর্বস্তরের মুসলিম জনতার সহযোগিতা কামনা করা হয়েছে।
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব ছিলেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর প্রথম সারির খলিফা এবং ইউকে ওলামা সোসাইটি ও আনজুমনে আল-ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা-সভাপতি। তিনি লন্ডনের দারুল হাদীস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং বৃটেনে বাংলাদেশী শীর্ষ ওলিয়ে কামিল হিসেবে পরিচিত।
তিনি ইলমে হাদিস, তফসীর, ফিকহ, ক্বিরাত ও তাসাউফসহ ইসলামের বিভিন্ন শাখায় দক্ষতাসম্পন্ন এক উলামা ছিলেন। ইসলামের খেদমতে তার অবদান আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে স্বীকৃত। ২০২০ সালের ১০ জুলাই লন্ডনে তিনি ইন্তিকাল করেন এবং তার স্মৃতি এখনও মুসলিম সমাজে গভীরভাবে জীবিত।
মাহফিলের মাধ্যমে আল্লামা দুবাগী ছাহেবের ইলম, চরিত্র ও জীবনদর্শন অনুসরণে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।