প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ২২:৫৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম, মাদক নির্মূল অভিযান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহমুদ।
গত সোমবার (৭ জুলাই) কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আল হেলাল মাহমুদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী থানার আওতাধীন এলাকায় মে ও জুন মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি আল হেলাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে পুলিশি সেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা স্থানীয়দের নজর কাড়ে। থানায় আগত সাধারণ মানুষকে সহানুভূতির সঙ্গে গ্রহণ এবং সমস্যার দ্রুত সমাধান দেয়ার বিষয়টি প্রশংসিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আল হেলাল মাহমুদ একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তা। তার পেশাদারিত্ব এবং মানবিক আচরণ পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আল হেলাল মাহমুদ বলেন, এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভূরুঙ্গামারীতে তার এই সফলতা জেলার অন্য থানাগুলোর কর্মকর্তাদের মধ্যেও উৎসাহ তৈরি করেছে। পুলিশ বাহিনীর জনমুখী সেবা প্রদানের যে ধারা তিনি চালু করেছেন, তা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।