
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১৬:৩৮

কুরআনের বর্ণনায় কুরবানি আল্লাহর জন্য নির্ধারিত একটি মহান ইবাদত। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘(হে রাসুল) আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য।’ কুরবানির গুরুত্ব জানতে বিশ্বনবির সে হাদিসটিই যথেষ্ট, তিনি বলেছেন, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে।’ (মুসতাদরেকে হাকেম) কুরআন ও হাদিসের আলোকে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর তা সামর্থ্যবানদের আদায় করা ওয়াজিব। যে ব্যক্তি কুরবানি আদায়ে সক্ষম থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে ওয়াজিব তরকে গোনাহগার হবে।
কুরবানির সময়
যাদের জন্য কুরবানি ওয়াজিব
যে সব পশুতে কুরবানি করা যাবে

পশুর বয়স
পশুতে অংশীদার
যে পশুতে কুরবানি নয়
অসিয়তের কুরবানি

অন্য ব্যক্তির কুরবানি
কুরবানির হাড়, গোশত ও চর্বি বিক্রি
কুরবানির পশুর গোশতে থেকে পারিশ্রমিক
নির্ধারিত দিনে কুরবানি করতে না পারলে
মুসাফিরের জন্য কুরবানি
গরিব-অসহায়দের কুরবানি
কুরবানির দিন কখন কুরবানির সময়
কুরবানির উদ্দেশ্যে কেনা পশু দ্বারা উপকার গ্রহণ
ঋণ করে কুরবানি
ইনিউজ ৭১/এম.আর