প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫৪
তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে বরিশালের হিজলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেল ৫টায় হিজলা উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টেকের বাজার, উপজেলা বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় টেকের বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন। তিনি বলেন, সম্প্রতি মিটফোর্ডের এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে পরিবেশ উত্তপ্ত করছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠনের সূচনা হয়েছে, সেখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির মতো কিছু দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না এবং বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমদ হাওলাদার, হিজলা গৌরাব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমাদার, মহিলা দলের উপজেলা সভাপতি নাসরিন খানম, যুবদল নেতা মো. কামাল সরদার, মীর মাহফুজুর রহমান এলিট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন মৃধা, মনিরুজ্জামান মনির নপ্তী এবং কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান।
বক্তারা বলেন, কিছু রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়াচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি সব সময় রাজপথে থেকে জনগণের মতামত নিয়ে পাল্টা প্রতিবাদ জানিয়ে যাবে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দলীয়ভাবে প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে অপপ্রচারের জবাব দেওয়া হবে বলে নেতারা জানান।