প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৫০
নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
আজ সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে আশা করা হচ্ছে।
শফিকুল আলম আরও বলেন, ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে। সেখানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তথ্য আদানপ্রদানের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেস সচিব আরও জানান, দ্রুত একটি ইনফরমেশন সেন্টার বা মিডিয়া সেন্টার চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এই কেন্দ্র থেকে সাংবাদিকরা তাৎক্ষণিক তথ্য ও আপডেট পাবে, যা স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সরকার একযোগে কাজ করছে এবং প্রতিটি স্তরে সঠিক সমন্বয় বজায় রাখার প্রচেষ্টা চলছে।