প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২০:৫৫
রাজনীতিতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ হিসেবে বিএনপি ও জামায়াত ১৩তম সংবিধান সংশোধনীতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জানান, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান আলোচনায় এই প্রস্তাব উঠে এসেছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কমিশন দেশের বর্তমান সংকট উত্তরণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে এবং সেখানে বিভিন্ন প্রস্তাব উত্থাপিত হচ্ছে।
ড. রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, কমিশন ইতোমধ্যে 'জুলাই সনদ' নামে একটি খসড়া প্রস্তাব সব দলের কাছে পাঠিয়েছে এবং এটি নিয়ে তারা মতামত দিচ্ছেন।
তিনি বলেন, আলোচনায় যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হবে, সেগুলো জুলাই সনদের অংশ হবে। পরে এই সনদ চূড়ান্তভাবে গৃহীত হলে, সেখানে থাকা সুপারিশগুলো বাস্তবায়নে সর্বোচ্চ দুই বছর সময় লাগবে বলে জানানো হয়েছে।
বিএনপি ও জামায়াত যে ১৩তম সংশোধনীতে ফিরে যেতে চায়, সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল, যা পরে বাতিল করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশন মনে করছে, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে একটি সর্বদলীয় ঐক্যমতের বিকল্প নেই। এ কারণে তারা দলীয় মতভেদ ভুলে সবাইকে আলোচনায় আহ্বান জানাচ্ছে।
বৈঠকে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও, কারা কোন প্রস্তাব দিয়েছে, তা এখনই প্রকাশ করা হয়নি। তবে কমিশন সূত্রে জানা গেছে, খসড়া সনদে নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক ভারসাম্য, মানবাধিকার, দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, আমাদের কাজ হচ্ছে সবার মতামত নেওয়া এবং সেটিকে একটি বাস্তবধর্মী রূপরেখায় পরিণত করা। দেশ ও জাতির স্বার্থে কেউ যেন আলাদা থাকে না, সেটাই আমাদের লক্ষ্য।