প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:৪৩
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সোমবার (২৮ জুলাই) ওয়াকআউট করেছে বিএনপি। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের চলমান সংলাপের ২০তম দিনের শুরুতেই এ সিদ্ধান্ত নেয় দলটি।
বৈঠকের সূচনাতেই কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, অমিমাংসীত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ইতোমধ্যে বেশকিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো বারবার সংশোধন করা হয়েছে যাতে দলগুলো একমত হতে পারে।
তিনি জানান, এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। বাকিগুলোর ওপর আলোচনা চলছে যেন ভবিষ্যতে দেশে রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি না ঘটে এবং একটি ঐতিহাসিক দলিল প্রণয়ন করা যায়।
এইদিনের বৈঠকে মূলত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
বিএনপির ওয়াকআউটের ফলে আলোচনা কক্ষের পরিবেশে চাপ দেখা দেয় এবং অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে পরস্পর আলোচনা শুরু করে। তবে বিএনপির নেতারা ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে কোনো বক্তব্য দেননি।
এর আগে, ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিপিবিসহ তিনটি দল প্রতীকী ওয়াকআউট করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর আচরণের প্রতিবাদে ওইদিন সিপিবি, জাসদ ও বাসদ সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকীভাবে সরে দাঁড়ায়।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় তখনো আলোচনার পরিবেশ ক্ষণিকের জন্য থমকে যায়, যা কমিশনের কার্যক্রমে প্রভাব ফেলে।
জাতীয় ঐকমত্য গঠনের এই উদ্যোগ নিয়ে জনগণের মাঝে যেমন আগ্রহ রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোর এমন বিরতিতে ভবিষ্যৎ ফলাফল নিয়ে প্রশ্নও দেখা দিচ্ছে।