প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ০:৫১
জামালপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে অবরোধের সমথর্নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের মাধুরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নারিকেলি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
এ সময় বিএনপির নেতা-কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। বাংলার মাটিতে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।