প্রকাশ: ৯ মে ২০২৫, ১২:৫৪
পাকিস্তান সেনাবাহিনী গত ৮ মে এক বড় অভিযান পরিচালনা করে ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি নির্মিত কামিকাজে ড্রোন আটক এবং ধ্বংস করেছে। এতে দুজন নিহত ও চারজন সেনা আহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআরের বরাতে জানা গেছে, পাকিস্তানি সেনারা দেশের বিভিন্ন অঞ্চলে এ হামলা সফলভাবে প্রতিরোধ করেছে।
গত কয়েক দিন ধরে পাকিস্তান ও ভারতের সীমান্তে উত্তেজনা বিরাজমান। বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের বিভিন্ন শহর যেমন রাওয়ালপিন্ডি, গুজরাট, লাহোর, করাচি, এবং গুজরানওয়ালাসহ একাধিক এলাকায় ড্রোনগুলো শনাক্ত করা হয়। এসব ড্রোন মূলত বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল। তবে পাকিস্তান সেনাবাহিনী এই আক্রমণের প্রতিকার হিসেবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
ইসরায়েলি নির্মিত ড্রোনগুলো, যা হ্যারোপ ড্রোন নামে পরিচিত, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এটি পাকিস্তানে প্রথমবারের মতো ঘটল, যখন ইসরায়েলি এই মানববিহীন আকাশযান ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো বিশেষভাবে শক্তিশালী এবং ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম ছিল।
এদিকে, পাকিস্তানের আইএসপিআর দাবী করেছে যে, এই হামলা ভারতীয় বাহিনীর অসন্তোষ ও বিভ্রান্তির প্রতিফলন। তারা মন্তব্য করেছেন, "ভারতীয় বাহিনী সীমান্তে ক্ষতির সম্মুখীন হয়ে এ ধরনের কাপুরুষোচিত পদক্ষেপ নিয়েছে"। যদিও পাকিস্তান সেনাবাহিনী ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি মোকাবেলা করেছে, কিছু অঞ্চলে সামান্য ক্ষতি হয়েছে, যেখানে সেনা সদস্যরা আহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেন, তারা শত্রুপক্ষের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এই হামলার পর, পাকিস্তান সরকারের পক্ষ থেকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, "আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত। পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে এবং আমাদের জবাব দিতে হবে"। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, এবং স্থানীয় কর্তৃপক্ষ সেগুলোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করছে।
এ ধরণের হামলার ফলে ভারত-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যত নিয়ে নতুন আশঙ্কা দেখা দিয়েছে, এবং এই পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।