মুক্তিযুদ্ধমন্ত্রীর আসনে লড়বেন উপজেলা আ.লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৪শে জুলাই ২০২৩ ০৯:৩৪ অপরাহ্ন
মুক্তিযুদ্ধমন্ত্রীর আসনে লড়বেন উপজেলা আ.লীগ নেতা!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সোমবার বিকেলে বড় কাঞ্চনপুর খেলার মাঠে শান্তি সমাবেশ করেন। সেখানে হাজার তিনেক নেতাকর্মীর উপস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে ঘোষণা দিয়েছেন। বর্তমানে এ আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।


শান্তি সমাবেশে রেজাউল করিম রাসেল বলেন, ‘আমরা আর বাইরের কোনো নেতাকে গাজীপুর-১ আসনে সংসদ সদস্য দেখতে চাই না। তাই আগামীতে নৌকার প্রার্থী হয়ে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইব। আপনারা নৌকার পক্ষে ও শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন।’


উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রজগোপাল সাহার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলালও এতে বক্তব্য দেন।


রেজাউল করিম রাসেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘কালিয়াকৈরে উপজেলা এবং পৌর নির্বাচনে নৌকাবিরোধী কারা ছিলেন সাধারণ জনগণ এখন সব জানে। তাই আমার বিশ্বাস, কোনো নৌকাবিরোধীকে প্রধানমন্ত্রী নৌকা দিয়ে তোপের মুখে ফেলবেন না। গাজীপুর-১ নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে কে প্রার্থী হবে তা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই জানেন।’