প্রকাশ: ৪ অক্টোবর ২০২০, ১৮:৪৮
ঢাকা-বরিশাল রুটে লঞ্চের কেবিনে সন্তান প্রসব করায় ওই দম্পতি ও কণ্যা শিশুর এ্যাডভেঞ্জার লঞ্চে যাতায়াতে লাগবে না কোন ভাড়া।লঞ্চের মালিক নিজাম শিপিং লাইন্স এর স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন এ ঘোষণা দেন এবং নিজের স্ত্রীর নামে সাথে মিলিয়ে ওই কণ্যা শিশুর নাম রাখেন নুসাইবা।গত শনিবার (৩ অক্টোবর)ঢাকা থেকে বরিশাল ফেরার পথে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে শিশু নুসাইবা জন্মগ্রহণ করে।জানাগেছে, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন মোহাম্মদ ফোরকান হাওলদার ও তার স্ত্রী মোসাম্মৎ ফাহিমা বেগম।
তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে। শনিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এ্যাডভেঞ্জার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে বরিশালে আসছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন।খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন মৃধা ওই শিশু তার বাবা-মায়ের এ্যাডভেঞ্জার লঞ্চে আজীবনের জন্য যাতায়াত ফ্রী করে দেন। এছাড়া মিসেস নিজাম মৃধা কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা।
কারন মিসেস নিজামের নামও নুসাইবা।লঞ্চটির সুপারভাইজার মোঃ মাসুদ খান বলেন, কেবিনে সন্তান প্রসবের খবর পেয়ে অন্য কেবিনের এক যাত্রী বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহানাজ শারমিন সেখানে ছুটে যান। তিনি জানিয়েছেন, মা মেয়ে দুজনেই ভালো আছেন। উল্লেখ্য চলতি বছর ২৫ জানুয়ারী ঢাকা-ভোলা রুটের এ্যাডভেঞ্জার-৫ লঞ্চে একটি ছেলে শিশু জন্ম নিয়েছিল। তখন ওই দম্পতিরও আজীবন এ্যাডভেঞ্জার লঞ্চে যাতায়াত ফ্রী করে দেন লঞ্চ মালিক মোঃ নিজাম উদ্দিন মৃধা।