আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দাঁড় করাবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আশা প্রকাশ করেছেন, দলটি ১৫০ আসনে জিতবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পাটওয়ারী বলেন, “দলীয় প্রতীক হিসেবে শাপলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দল শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক হিসেবে ব্যবহার করবে।” তিনি আরও বলেন, ধর্মভিত্তিক ব্লক বা বিএনপি ব্লকের বাইরে তাদের নেতৃত্বে আলাদা ব্লক তৈরি হবে।
পাটওয়ারী জানান, গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে এবং দল গঠন করেছে, তাদের সব ব্যানার একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম ও প্রতীক এক থাকবে। তিনি নিশ্চিত করেছেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের মাধ্যমে, যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নাম থাকবে না। আগামী নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।
এনসিপির পক্ষ থেকে গত ৩ আগস্ট নির্বাচন কমিশনে আবেদন করা হয়, যেখানে শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন প্রতীক চাওয়া হয়েছিল। পরবর্তীতে আবেদন সংশোধন করে সাদা এবং লাল শাপলা প্রতীক চাওয়া হয়েছে। ২২ জুন করা পূর্বের আবেদন অনুযায়ী শাপলার সঙ্গে কলম ও মোবাইল ফোনও দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে চাওয়া হয়েছিল, তবে শাপলা প্রতীককে জাতীয় প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করা হয়।