জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনছুর আহমেদ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.শ্যামল কুমার চৌধুরী। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুল হক নয়ন।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
পরে প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।জলাতঙ্কে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।