প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে সংস্থাটির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায় চাপান জাতিসংঘের ওপর। সেই সঙ্গে অবৈধ অভিবাসন উৎসাহিত করা ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এক ধরনের ‘আক্রমণ’ চালানোর অভিযোগও করেন।