অমর একুশে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক, পাঠক ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বইমেলার নতুন তারিখ পরবর্তীতে নির্ধারণ করে জানানো হবে। নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলা একাডেমি আশা প্রকাশ করেছে, প্রকাশক ও অন্যান্য অংশীজনরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে নতুন তারিখ অনুযায়ী সফলভাবে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।