আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ–২০২৬। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজ ঘোষণা করবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। গত বছর দুটি প্যাকেজ চালু ছিল। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। কোনো এজেন্সি ঘোষিত টাকার নিচে প্যাকেজ দিতে পারবে না।
এ বিষয়ে রবিবার বিকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় প্যাকেজ অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ–১–এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ–২–এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
ধর্ম মন্ত্রণালয় আশা করছে, এবারের প্যাকেজগুলো তুলনামূলকভাবে আগের বছরের চেয়ে কিছুটা সুবিধাজনক হবে। কারণ বিমান ভাড়া নিয়ে আলোচনার পর নির্ধারিত ভাড়ায় সামান্য কমতি আনা হতে পারে।