প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার প্রয়াত সাংবাদিক ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল পারভেজের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও ভূঞাপুর কেন্দ্রীয় সাহিত্য সংসদের যৌথ উদ্যোগে "মনিংসান কিন্ডারগার্টেন" প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ভূঞাপুর এর সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সাংবাদিক আকতার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,
প্রয়াত সাংবাদিক সোহেল পারভেজের স্ত্রী সাংবাদিক জুলিয়া পারভেজ, চর বিরসিংহ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খুররম খান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আসলাম পারভেজ স্বপন, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্যকার আব্দুল জলিল আকন্দ, অধ্যাপক আলী রেজা, ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরকার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস আকন্দ, অর্থ সম্পাদক খায়রুল বাশার, প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ হাতেম আলী প্রমুখ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।