প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:২
চলতি বছরের ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারা দেশব্যাপী জাতীয় ভিটামিন "এ" ক্যাম্পেইন উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
সভায় জানানো হয় জাতীয় ভিটামিন "এ"ক্যাম্পেইন মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উল্লেখিত তারিখে টিকাদান কেন্দ্রে,কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।৬ থেকে ১১ মাস বয়সী সকলশিশুকে একটি নীল রঙের ভিটামিন "এ" ক্যাপসুল এবং ১২থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।করোনার কারণে উক্ত ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। কেন্দ্রে থাকা এবং কেন্দ্রে আসা সকলকেই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। হাত ধোয়ার জন্য প্রতিটি কেন্দ্রে সাবান এবং পানির ব্যবস্থা থাকবে।
প্রতিবার ক্যাপসুল খাওয়ানোর পরেই কর্মীগণ স্যানিটাইজার দিয়ে হাত এবং ব্যবহৃত কাঁচিটি পরিষ্কার করবে।লক্ষ্য রাখতে হবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন "এ"ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে এই ক্যাম্পেইনের দিনে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো যাবেনা।ক্যাম্পেইন শুরুর আগেই প্রতিটি এলাকায় মাইকিং করে সকল জণসাধারণকে অবগত করা হবে।
তাছাড়া মসজিদ ইমাম এবং অন্যান্য উপাসনালয়ের দায়িত্বে যারা থাকেন তাদের মাধ্যমেও সকলকে অবগত করা হবে।উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ সোলায়মান মাসুম, ডাঃ মীর মাজহারুল ইসলাম রনি,ডাঃ মোঃ ইকরাম হোসেন, ডাঃ মুনতাহীনা আবরু, উপজেলা শিক্ষা অফিসার আঃ গাফফার,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই ) মোঃ লোকমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের নার্স, স্বাস্থ্যকর্মীগণ সহ ক্যাম্পেইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।