প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের দেশের পুনর্গঠন ও উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
ড. ইউনূস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, প্রবাসীদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করা হচ্ছে, এবং তাদের দেখে দেশে ফেরার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, দর্শক সারি থেকে কথা বলা সহজ হলেও তিনি চাইছেন প্রবাসীরা মাঠে এসে সক্রিয়ভাবে সহযোগিতা করুন এবং একসঙ্গে কাজ করুন। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের এই সফরে সক্রিয় অংশগ্রহণ দেখেও তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।
অনুষ্ঠানটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হয়। প্রেজেন্টেশনে তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া, তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির সরকারি উদ্যোগের রূপরেখা তুলে ধরেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন প্যানেলিস্ট অংশগ্রহণ করেন ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক ইন্টারেক্টিভ আলোচনায়। এই আলোচনায় প্রবাসীদের দেশের সঙ্গে সংযুক্তি ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন প্রবাসীদের জন্য তাদের বার্তা দেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘ভবিষ্যৎ গঠন: বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আরেকটি প্যানেল পরিচালনা করেন। এতে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেন। এই অ্যাপ্লিকেশন প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করবে, যাতে তারা সহজেই দেশের উন্নয়নে অংশ নিতে পারে।