প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫
উখিয়ার লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ চিহ্নিত ইয়াবা কারবারি আবুল লাশেম(৫০) গংদের হামলায় কলেজ ছাত্রীসহ দুই জন গুরুতর আহত হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের নায়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হল একই এলাকার মোঃ আলমের কলেজ পড়ুয়া ছেলে শামীমুর রহমান নয়ন (২০) ও তার কিশোরী কন্যা রোমেনা ইয়ামিন মুন্নি (১৮) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এক জনকে উখিয়া হাসপাতালে ও অারেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
হামলাকারীদের ধারালো দায়ের কোপে মুন্নির একটি চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানান উখিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অাবুল লাশেম(৪৫),ছৈয়দ কাছিম(৪০) ও তার ছেলে ডিপজলসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে এ হামলা চালায়।হামলার ব্যাপারে ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য অানোয়ারুল ইসলাম সিকদার জানান, হামলায় ২জন অাহত হওয়ার খবর শুনেছি,তাদেরকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি,অাহতরা সুস্থ্য হওয়ার পর হামলাকারীদের অাইনের অাওতায় অানা হবে।