প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
রাজনীতি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি টিকে থাকতে পারে না। সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি হয় না এবং স্বল্পমেয়াদি সরকার দীর্ঘমেয়াদে চললে বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।
শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ব্যাংকিং খাতের শৃঙ্খলায় ব্যাংক একীভূতকরণ নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. ফাহমিদা খাতুন আরও বলেন ঢালাওভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয়। বড় ধরনের কোনো বিচ্যুতি না থাকলে এসব হিসাব খুলে দেওয়া উচিত। অন্যথায় দারিদ্র্য ও কর্মসংস্থানসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি উল্লেখ করেন বিগত সরকারের সময় ব্যাংকিং খাতে সুশাসনের অভাব ছিল এবং রাজনৈতিক বিবেচনায় অনেক বেশি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল। পৃথিবীর অন্য কোথাও এমন উদাহরণ নেই। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার যে চেষ্টা চালাচ্ছে তার প্রক্রিয়াটি জটিল এবং ঝুঁকিপূর্ণ।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতের মাফিয়াদের সুবিধা দিয়েছিল। তখন দেশে মাফিয়া ইকোনমির শাসন ছিল এবং বেশ কয়েকটি ভালো ব্যাংক লুণ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। ফলে গ্রাহকরা আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন এবং অনেকেই চিকিৎসার খরচের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে দুর্ভোগে পড়েছেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন বর্তমানে প্রায় ছয় থেকে সাত লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না। যেসব সম্পত্তি মর্টগেজ রাখা হয়েছে সেগুলো ঝামেলাপূর্ণ বা প্রভাবশালীদের হওয়ায় নিলামে তোলা সম্ভব হচ্ছে না।
ছায়া সংসদে ‘ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে’ শীর্ষক বিতর্কে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার দল বিজয়ী হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির দল ছিল প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।