প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০:৪৪
খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (২৬) গণধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।তবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।খাগড়াছড়িতে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনার পর খাগড়াছড়ি-চট্টগ্রামে একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তবে এ ঘটনার শতভাগ অগ্রগতির কাছে বলে দাবি পুলিশের।তাই জড়িত অন্য আসামিদের আটকের স্বার্থে এখনই আসামিদের পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে পুলিশ।এদিকে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতে ওই নারীকে এনে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতদল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে। পরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে পাশের রুমে নিয়ে ডাকাতরা ধর্ষণ করে।