প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৬
ভোলায় সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের চাপায় কল্প চন্দ্র দে (২৫) ও অনিক ওরফে বাপ্পি (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার বিকালে সদর উপজেলার ইলিশা সড়কের বাপ্তা ভোটেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কল্প চন্দ্র দে ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের লোকেশ চন্দ্র দের ছেলে ও অনিক ওরফে বাপ্পীর বাড়ি বরিশাল সদরে।
এতে মোটরসাইকেলে থাকা কল্প চন্দ্র ও অনিক ওরফে বাপ্পি গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে যায়।তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রবিশালে পাঠায়।পরে বরিশাল নেয়ার পথে স্পিডবোটে তাদের মৃত্যু হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বিটুমিনবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে চালক পালিয়ে গেছে।