প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩
বরিশালের বাকেরগঞ্জে ডোবা থেকে এক শিশু লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার সকালে উপজেলার ভাঙাপুল নামক এলাকার একটি ডোবায় শিশুর লাশটি ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশের ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তার পড়নে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।প্রাথমিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।তবে তার বয়স আনুমানিক ১২-১৩ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হতে সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।