প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৪
বরিশালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে সিএনজি চালকদের বিরুদ্ধে।এতে বিপাকে পড়ছেন দূর-দুরান্ত থেকে আসা যাত্রীরা।প্রতিদিনই ভাড়া নিয়ে কথা কাটাকাটি এমনকি কোথাও কোথাও মহিলা যাত্রীদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে। সিএনজি চালকরা বলছেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকের ডান পার্শ্ব আটকে দেয়ার কারনে ভাড়া বেশি নিতে হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনা প্রতিরোধে এবং জনগণের নিরাপত্তায় সিএনজি, অটো ও মাহিন্দ্রায় চালকের ডানপার্শ্বে যাত্রী না নেয়ার জন্য বলা হয়েছিল।
শারমিন আক্তার নামে এক গৃহবধু বলেন মহসিন মার্কেট থেকে নথুল্লাবাদ এসে নামলে দশটাকা দিয়েছেন তিনি।কিন্তু সিএনজি চালক আরো ৫ টাকা দাবী করেন।দিতে না চাইলে সিএনজি চালকসহ একাধিক চালক এসে নানান কথা বলছে।তাই মান ইজ্জতের ভয়ে অতিরিক্ত ৫ টাকা পরিশোধ করেছেন তিনি।এ ব্যাপারে একাধিক চালক বলেন, ৫টাকা ভাড়া আমরা নিজেরাই বাড়িয়ে নিচ্ছি।কেননা ট্রাফিক পুলিশ আমাদের ডানপার্শ্বে রড কিংবা পাইপ দিয়ে আটকে দিতে বলেছে।ফলে আমাদের যাত্রী কম নিতে হয়।কিন্তু জ্বালানী খরচতো একই রয়ে গেছে। এক প্রশ্নের জবাবে চালকরা জানান, অবশ্যই দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, যাত্রীদের নিরাপত্তার কারনে প্রতিটি থ্রি হুইলার চালকদের ডান পাশে লোহার রড কিংবা পাইপ দিয়ে আটকে দিতে বলা হয়েছে।কেননা ডান পাশ থেকে যাত্রী উঠানামা করার সময় অনেকেই দূর্ঘটনার শিকার হয়। এছাড়া চালকদেরও কেউ কেউ ডান পাশ থেকে নামার কারণে দুর্ঘটনায় পড়েছেন।তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে অতিরিক্ত ভাড়ার বিষয়টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথাও জানান এ কর্মকর্তা।