প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫
বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের নিয়ে নবগঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এর উদ্যোগে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা কাজী নাসির উদ্দিন বাবুল।
সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, কাউন্সিলের সহ-সভাপতি এম.কে রানা ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ।এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান। আলোচনা সভা শেষে নবগঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।