বিমানের সব ফ্লাইট বন্ধ ১৪ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই এপ্রিল ২০২০ ০২:৫৮ অপরাহ্ন
বিমানের সব ফ্লাইট বন্ধ ১৪ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রায়ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রবিবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোকাব্বির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে আমরা ফ্লাইট বন্ধ করে দেই। সেটা ১৪ এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড (বাড়ানো) করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে যারা টিকিট কেটেছেন, তারা তাদের টাকা যেখান থেকে টিকিট কেটেছেন সেখান থেকে ফেরত নিতে পারবেন।’’

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। পরে অবশ্য ২৮ মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।


ইনিউজ ৭১/ জি.হা