লোহাগাড়ায় কোচিং সেন্টারে অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ০৯:৪৫ অপরাহ্ন
লোহাগাড়ায় কোচিং সেন্টারে অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্কুল রোড়ে অবস্থিত একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৮ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। এসময় ওই কোচিং সেন্টার থেকে ৩ শিক্ষককে আটক এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌছিফ আহমেদ সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার  বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার  চালু রেখেছে উক্ত শিক্ষকগণ। 

তাই গোপন সংবাদের ভিত্তিতে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে হাতেনাতে তিন শিক্ষককে আটক করে পেনালকোড  ১৮৬০ এর ২৬৯ ধারা  অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, যে সব কোচিং সেন্টার সরকারী নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব