গোপালপুরে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২১শে মার্চ ২০২০ ০৯:৪৮ অপরাহ্ন
 গোপালপুরে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা, কৃত্রিম সংকট তৈরি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- বেলাল তালুকদার, চিত্ত রঞ্জন শাহ্ ও রফিকুল ইসলাম।

এ সব ব্যবসায়ীরা মূল্য তালিকা না ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছে বিক্রি করতেছিল।  খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্্েরট বিকাশ বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব