কাউখালীতে করোনা সংক্রমন ঠেকাতে সেনাবাহিনী মাইকিং

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১লা এপ্রিল ২০২০ ০২:২৫ অপরাহ্ন
কাউখালীতে করোনা সংক্রমন ঠেকাতে সেনাবাহিনী মাইকিং

পিরোজপুরের কাউখালীতে প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমন  ঠেকাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টহল, লোকজনকে সচেতন ও সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে  সেনাবাহিনীর একটি দল উপজেলার জয়কুল, বাশুরি, শিয়ালকাঠী চৌরাস্তা, চিরাপাড়া, বেকুটিয়াসহ বিভিন্ন স্থানে টহল দেয় ।

এসময় সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে । ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা