প্রকাশ: ৪ জানুয়ারি ২০১৯, ২১:২৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন থেকে পরিবহন সংকটের অজুহাতেশুক্রবার সরবরাহ পর্যাপ্ত থাকলেও উখিয়ায় নতুন বছরের চলতি সপ্তাহে সকল প্রকার সবজির বাজার চড়া রয়েছে। আলুসহ সকল প্রকার সবজিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার উখিয়ার সদর দারোগা বাজার,মরিচ্যা,রুমখা,পালংখালী, বালুখালী, কুতুপালং,সোনার পাড়া বাজারঘুরে এবং ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।চলতি সপ্তাহে সকল প্রকার সবজির দাম বেড়েছে। এ সপ্তাহে শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। যা গত সপ্তাহেও ছিল ৩০ থেকে ৩৫ টাকা। চলতি সপ্তাহে গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা করে, যা গত সপ্তাহে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে, টমেটো ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
এছাড়া কাঁচা টমেটো ৪০ টাকা, শশা ও ক্ষিরা বিক্রি হচ্ছে ৪০ টাকা, যা গত সপ্তাহে ৩০ টাকা করে বিক্রি হয়েছে। বরবটি ৪০ থেকে ৫০ টাকা,পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা করে। পুরান আলু ২৫-৩০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, কচুর ছড়া ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া লাউ প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ৩০থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ৮ থেকে ১০ টাকা আটি, কলমি শাক ১০ টাকা ও ডাটা শাক ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ১০ টাকা দরে আঁট প্রতি বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫-৩০ টাকা করে। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা করে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি যা গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা করে বিক্রি হয়েছে।