সাংসদ মুহিবকে মন্ত্রী করার দাবীতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৯ ০২:২৪ অপরাহ্ন
সাংসদ মুহিবকে মন্ত্রী করার দাবীতে মানবন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত এবং সাংসদ হিসাবে শপথ গ্রহনকারী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী করার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারন মানুষ। শুক্রবার সকাল দশটায় পটুয়াখালীর মহিপুর শেখ রাসেল সেতুর পাদদেশে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহিপুর সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে মহিপুর প্রেসক্লাব, মহিপুর শিল্পগোষ্ঠী, উপকূলীয় র্জানালিস্ট সোসাইটি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার কয়েক’শ সাধারন মানুষ অংশ গ্রহন করে।

এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কলিম মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পর্যটন, মৎস্য বন্দর, সমুদ্র বন্দর, বেশ কয়েকটি তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অর্থনৈতিকভাবে এ আসনটি  বর্তমানে খুবই গুরুত্বপূর্ন। চলমান নানা মেঘা উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিতসহ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অধ্যক্ষ মুহিব্বুর রহমানকে মন্ত্রী করা এখন সময়ের দাবী। পটুয়াখালী-৪ সংসদীয় আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আওয়ামীলীগ থেকে নির্বাচিত এবং শপথ গ্রহনকারী অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় এলাকার সাধারন মানুষ। এনিয়ে চায়ের দোকান থেকে অফিস পাগড়া সর্বত্র চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাকে মন্ত্রী করার দাবীতে নানা আলোচনা। কেন অধ্যক্ষ মহিবকে মন্ত্রী করা দরকার, এমন দাবীর স্বপক্ষে তুলে ধরাও হচ্ছে নানা যুক্তি।