প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১০:৫০
নতুন অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক ও কর পরিশোধের জন্য ‘এ-চালান’ নামে একটি অটোমেটেড অনলাইন পদ্ধতি চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিস্টেমের মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘরে বসেই ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে শুল্ক-কর জমা দিতে পারবেন। ফলে দীর্ঘদিনের জটিলতা ও
সময়ক্ষেপণের অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যকার প্রযুক্তিগত সংযুক্তির মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধা এখন আরও সহজ ও তাৎক্ষণিক হয়েছে। করদাতারা চাইলে ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, নগদ,
উপায়, রকেট, ট্রাস্টপে, এমক্যাশ, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দিতে পারবেন। একইসঙ্গে ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা থেকেও চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধের সুযোগ থাকছে। এ পদ্ধতিতে অর্থ জমা দেওয়ার পরপরই সিস্টেম জেনারেটেড রসিদ দিয়ে দ্রুত পণ্য খালাস সম্ভব হবে। অতীতে এ সংক্রান্ত অর্থ জমা দিয়ে কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময়
লাগত, যা এখন তাৎক্ষণিক সম্পন্ন হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণ শেষে ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুল্ক আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনেই ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক ও কর জমা পড়ে সরকারি কোষাগারে। এর আগে কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল এই পদ্ধতি। এনবিআর জানিয়েছে, আগামী ৭ জুলাই
থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এই এ-চালান ব্যবস্থা চালু হবে। এতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে, সময় বাঁচবে এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় গতি ও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ ব্যবস্থার ফলে আমদানি-রপ্তানির গতি যেমন বাড়বে, তেমনি দুর্নীতিও কমবে।