প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ১৮:২০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাসদরের কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই দায় এড়ানো হবে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ হিসেবে কর্নেল শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গুমের ঘটনায় সেনা সদস্যদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, সেনা সদস্যরা ডেপুটেশনে গেলেও তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই থাকেন। যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা চাইলে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাইতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।
নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো সেনা মোতায়েনের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলেই সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
দেশে সম্প্রতি কয়েকটি থানায় অস্ত্র লুটের ঘটনা নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্রও নির্বাচনের আগেই উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্নেল শফিকুল।
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সেনাবাহিনী সজাগ রয়েছে এবং যেকোনো সংকটে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সবসময় অলিতে গলিতে থাকতে পারে না, তবে তথ্য পেলে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেনাসদরের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এই বার্তা দেওয়া হয়।