প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:৩২
রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে, তবে নির্দিষ্ট কোন বিষয় আলোচনায় আসবে তা এখনো স্পষ্ট নয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনে বসতে যাচ্ছে এই আলোচিত বৈঠক। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ ছাত্রলীগের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন অভিযোগ-আলাপ আলোচনায় স্থান পাবে। বিশেষ করে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন, মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপের প্রসঙ্গও উঠে আসতে পারে।
বৈঠকের প্রেক্ষাপটে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি শনিবার দুপুরে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয়, যমুনা বাসভবন ও আশপাশের এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত এবং জনশৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোডও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিকে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি জাতিসংঘের প্রতিবেদনেও দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ সরকার পর্যালোচনা করছে।
সরকার ইতোমধ্যে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা সরকার অবগত এবং তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ।
চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আজকের বৈঠক সরকারের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।