প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৪৩
সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের উজির স্কুলের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয় পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
বক্তারা বলেন, বর্তমানে দেশে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এবং এই চক্রান্তের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ধ্বংস করার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে এবং জিয়া পরিবারসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ এই হামলার পেছনে জড়িত এবং এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দেশের প্রতিটি শহরে শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ নিশ্চিত করতে হবে, না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক সহাবস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অবিলম্বে রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করতে হবে।