প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৩
রাজবাড়ীর দৌলতদিয়ায় দেশের বৃহত্তম যৌনপল্লীর ৩৭২ জন অসহায় যৌনকর্মীর মাঝে এককালীন ১০ হাজার টাকার আর্থিক চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করে অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা। সংস্থার পক্ষ থেকে যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবি জানিয়ে মোর্চা গঠন করা হয়েছিল, যার অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী পক্ষের প্রকল্প ব্যবস্থাপক ফাবলিহা, ঢাকা সাভার গণস্বাস্থ্যের পরিচালক ডা. মেহেজান, যশোরের বচ্চিতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুর নাহার রানু, সেক্স ওয়াকার্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নিলুফা বেগম, সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের হিসাব রক্ষক শুভবশাক, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার, কেকেএস সেভ হোমের ম্যানেজার মো. শাহাদৎ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বঞ্চিত ও অবহেলিত এ শ্রেণির মানুষদের মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক সহায়তা তাদের জীবনের অল্পতম দুর্দশা কমাতে সাহায্য করবে এবং তাদের উন্নয়নের পথ সুগম করবে। তারা আরও জানান, যৌনকর্মীদের জীবনে সচেতনতা ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ধরণের সহায়তা আরও বাড়বে এবং যৌনপল্লীর মানুষের জীবনমান উন্নত হবে। তারা সরকারের পাশাপাশি সামাজিক ও মানবাধিকার সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যৌনকর্মীদের জন্য আরও কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।
চেক বিতরণ কর্মসূচি শেষে উপস্থিত যৌনকর্মীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এমন সহায়তা তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে। তারা আরও বলেন, সামাজিক বর্জনের মধ্যেও তারা মানুষের মতো সম্মান ও মর্যাদা পেতে চান।
এছাড়া দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে এ কার্যক্রমে স্থানীয় সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই যৌথভাবে এই সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।