প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৪৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হিলি বন্দরের চারমাথা মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে এক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হাকিমপুর উপজেলা আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম এবং ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনো প্রকার কারচুপি বা পক্ষপাত ছাড়াই হয়, সেটি নিশ্চিত করতেই তারা ৭ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। একইসঙ্গে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
তারা জানান, এই ৭ দফা দাবি শুধু জামায়াতের একক স্বার্থ নয় বরং সার্বিকভাবে জনগণের মতামত ও ভোটাধিকার নিশ্চিত করার দাবি। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না হলে জনগণের আস্থা হারিয়ে যাবে এবং দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার, আর সেখানে হামলা চালানো গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও রাজনৈতিক মতাদর্শ প্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে জনগণ নিজেদের অধিকার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হবে।
বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে দৃঢ় সংকল্প প্রকাশ করেন এবং জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।