প্রকাশ: ৪ মে ২০২৫, ১৭:৫৫
বাংলাদেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত আবারও ভিজিট ভিসা (ভ্রমণ ভিসা) চালু করেছে। গত ৪ মে, বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি এই তথ্য জানান। তিনি প্রধান উপদেষ্টা লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি নিশ্চিত করেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করবে।
রাষ্ট্রদূত আলহামুদি জানান, দীর্ঘ সময়ের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু আবার শুরু হয়েছে। বর্তমানে, ঢাকায় আরব আমিরাতের দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে, যা পর্যটক এবং ব্যবসায়িক লোকজনের জন্য সুবিধা বাড়াবে। ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য ভিসা প্রক্রিয়াও দ্রুততর করা হয়েছে, যা বাণিজ্যিক যোগাযোগ ও বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাবে।
আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থাও পুনরায় চালু করেছে। এর মধ্যে মার্কেটিং ম্যানেজার এবং হোটেল কর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে। রাষ্ট্রদূত আলহামুদি আরও জানান, ইতোমধ্যে ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা ইস্যু হয়েছে এবং শিগগিরই আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে ইস্যু করা হবে।
এ সময়, লুৎফে সিদ্দিকী ভিসা প্রক্রিয়ায় অগ্রগতির জন্য রাষ্ট্রদূত আলহামুদি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই উদ্যোগ দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে।” দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে বাংলাদেশ এবং আরব আমিরাত একটি সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করবে। এ বিষয়ে দুই পক্ষ ইতোমধ্যে টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে।
এদিকে, বৈঠক শেষে জানা যায় যে, চলতি মাসের শেষদিকে, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।