বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকালে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়। মামলায় এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকেও আসামি করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়। এসকে সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)-এর ঋণ কেলেঙ্কারিতে সহায়তা করেছেন। পিকে হালদার পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লোপাট করেন এবং এই অর্থ লোপাটে এসকে সুর সহায়তা দিয়েছেন বলে বিভিন্ন আসামির জবানবন্দিতে উঠে এসেছে।
পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হকের জবানবন্দি অনুযায়ী, এসকে সুরকে ‘ম্যানেজ’ করেই পিকে হালদার এ অর্থ আত্মসাৎ করেন। এছাড়া এসকে সুরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে।
এসকে সুর ২০১৮ সালে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। দুর্নীতির ঘটনায় তার গ্রেফতারি ব্যাংকিং খাতের অনিয়ম ও অব্যবস্থাপনার নতুন অধ্যায় উন্মোচন করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।